মুল অসমীয়া কবিতা বাংলা অনুবাদ : – মিতালী ভট্টাচার্য

মুল অসমীয়া কবিতা ,কবি :- হীরেণ ভট্টাচার্য বাংলা অনুবাদ : – মিতালী ভট্টাচার্য
প্রস্তাবনা
মুল অসমীয়া: হীরেণ ভট্টাচার্য
বাংলা অনুবাদ: মিতালী ভট্টাচার্য
আমার দুহাত লোহার শেকল দিয়ে বাঁধা
কখনও বা ভাবি খুন করি, নতুবা
নিজেই নিহত হই তাদের হাতে ৷ আমার রক্তের শিখায় বারুদ ভরা স্বপ্নের যন্ত্রণা ৷
যখনই ভাবি খুন করি তাদের
আমার রক্তের স্রোতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি ৷ সমস্ত শক্তি দিয়ে
ছিঁড়ে ফেলি হাতের শেকল ৷ সন্মূখের
শোভাযাত্রায় যোগ দিই অথবা
নিঃশব্দে কাঁধে তুলে নেই শহীদের দেহ
আমার রক্তের শিখায়
বারুদ ভরা স্বপ্নের যন্ত্রণা
শোভাযাত্রায় নিহতজনে র কবিতা
মুল অসমীয়া কবিতা ,কবি :- হীরেণ ভট্টাচার্য
বাংলা অনুবাদ : – মিতালী ভট্টাচার্য
এই আগুন আমিই জ্বালিয়েছি
জানি মা, এই আগুন আলোর আগুন
তোমার রুগ্ন মুখে উজ্বল হয়ে ফুটে উঠবে পৃথিবীর অপরূপ রূপ
সেজন্যেই এই আগুন আমি জ্বালিয়েছি
দিনের পর দিন
রাত্রিশেষে ভোরের কোমল মিষ্টি বাতাস দিয়ে আমাকে আদর করে কি আনন্দ পাও তা আমি জানি না মা ,শুধু নিষ্ঠুর ক্ষমা দিয়ে আমাকে আর কষ্ট দিয়ো না ৷
তোমারই জন্যে মা
বহুবার প্রিয়জনের বুকের কাঁচা রক্ত দিয়েছি
এবারে আমার মন্ত্রপূত শরীর
জন্মঋণ পরিশোধ করার আনন্দে
আমি যে আজ অধীর
সে জন্যই এই আগুন আমিই জ্বলিয়েছি