গণহত্যা, উচ্ছেদের প্রতিবাদে আসাম ভবনের সামনে বিক্ষোভ সভা

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক : বিগত দুই দিন আগে আসামের নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল সোসাল মিডিয়া।গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে ।শনিবার আসামের সাম্প্রদায়িক নিশানায় চালানো উচ্ছেদ ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠন, নাগরিক ও মানবাধিকার সংগঠন,বিভিন্ন মঞ্চ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের আহ্বানে কলকাতায় আসাম ভবনের সামনে বিক্ষোভ সভা করলেন ।
উক্ত সভায় ব্যানার, প্ল্যাকার্ড উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে বাংলার সদস্যরা,দেখা গেলো নো এন আর সি মুভমেন্টের সদস্যদের, ছিলেন বন্দিমুক্তি কমেটির সদস্য।এছাড়াও বামপন্থী রাজনৈতিক দল CPIML, ছাত্র সংগঠন AISA,বিভিন্ন মানবাধিকার সংগঠন, বাংলা সংস্কৃতি মঞ্চ,জয় ভীম ইণ্ডিয়া নেটওয়ার্ক, ভাষা ও চেতনা,PFI,পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ,স্বরাজ অভিযান, সহমন ও জাতীয় বাংলা সম্মেলনের সদস্যদের প্ল্যাকার্ড হাতে আসাম ভবনের সামনে দেখা গেছে।