গড়চিরৌলিতে আদিবাসী হত্যার বিরুদ্ধে যাদবপুরে সভা

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক:
সম্প্রতি মহারাষ্ট্রে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে কথিত এনকাউন্টারে ২৬ জন আদিবাসীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে অধিকার আন্দোলনের কর্মীরা সরব হয়েছেন।অধিকার কর্মীরা এই হত্যাকান্ডকে সুস্পষ্ট ভাষায় ভুয়ো সংঘর্ষের তকমা দিয়েছেন। একই সঙ্গে তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।সেই প্রতিবাদের ধারাবাহিকতায় আজ যাদবপুরে এক প্রতিবাদ সভা হয়।এই সভার আয়োজক ‘মৌলিক অধিকার সুরক্ষা মঞ্চ’ এর পক্ষে জিষ্ণু রায়চৌধুরী জানালেন তারা একদিকে যেমন এই ভুয়ো সংঘর্ষের তীব্র বিরোধিতা করছেন, তেমনি আদিবাসী মানুষদের জল-জমি – সম্পদ রক্ষার দাবিতে সরব হচ্ছেন। এই সভায় বক্তব্য রাখেন ছাত্র সংগঠন আর এস এফের তথাগত,আজাদ গন মোর্চার প্রসুন চট্টোপাধ্যায়, সমাজকর্মী স্বপ্না প্রমুখ।