• May 18, 2022

আবারও বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের আন্দোলন

 আবারও বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের আন্দোলন

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বুকে আবারো নেমে এলো সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার তাগিদেই বৃহস্পতিবারের এই মিছিল, যেমন অফলাইন ক্লাস শুরু হওয়া সত্ত্বেও কেন হস্টেল খোলা হলো না? অনলাইন এ পড়াশোনা করিয়ে অফলাইন পরীক্ষা কী করে নেওয়া যেতে পারে? এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর এর জন্য তাদের আজকের এই মিছিল।

বিশ্বভারতীর পড়ুয়ারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, যদি তাদের প্রশ্নের যথাযথ উত্তর তারা না পায় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।পড়ুয়াদের বক্তব্য ‘এই বিশ্বভারতী প্রতিষ্ঠানে বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে পড়তে আসে, তাদের পক্ষে বাইরে থেকে পড়াশোনা করা সম্ভব নয়।’এছাড়া আরও জানায় ‘এই সরকার পাবলিক ফান্ডিং বন্ধ করে দিয়ে শিক্ষা ক্ষেত্রে নিজেদের হাত গুটিয়ে দিতে চাইছে, এই আশঙ্কায় তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে’।

  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published.

Related post