মহাকরণ অভিযানে আক্রান্ত আলিয়া ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীরা

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক
মঙ্গলবার আনিস খানের খুনে যুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আলিয়া ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের মহাকরণ অভিযান।যদিও আলিয়ার ছাত্রছাত্রীদের মিছিল কলেজস্ট্রীট থেকে আর এগোতে দিলনা পুলিশবাহিনী। নামালো জলকামান, কাঁদানে গ্যাস র্যাফ বাহিনী।এরপরও অকুতোভয় ছাত্রছাত্রীরা এগোতে চাইলে গ্রেপ্তার করা হ’ল তাদের।আবারো সেই পুলিশি বর্বরতার মুখোমুখি ছাত্রছাত্রীরা! চ্যাংদোলা করে তোলা হলো আলিয়া ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের, প্রিজনভ্যানে।

