স্নান করতে নেমে কোপাই নদীতে তলিয়ে গেল বিশ্বভারতীর ছাত্র

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক
স্নান করতে নেমে কোপাই নদীতে তলিয়ে গেল বিশ্বভারতীর ছাত্র৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয় মানুষজন জলে নেমে দেহ উদ্ধার করে৷ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। যদিও, মৃতের পরিবারের তরফে পুলিশে কোন অভিযোগ করা হয়নি৷

শান্তিনিকেতনের কোপাই নদীর মহিষঢাল রেল সেতুর কাছে তলিয়ে গেল অর্ণব পাল নামে বিশ্বভারতীর এক ছাত্র৷ জাপানি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র সে৷ বাড়ি বোলপুরে পশ্চিম গুরুপল্লী এলাকায়৷ বান্ধীর সঙ্গে স্নান করতে এসেছিল। জানা গিয়েছে, জলে একটি টিউবে চেপে ফটোগ্রাফির সঙ্গে জলকেলি করছিল ওরা৷ জলের গভীরতা অনেকটাই। তাই বেকায়দায় পরে তলিয়ে যায় দুজনেই৷ স্থানীয় এক ব্যক্তি অর্ণবের বান্ধবীকে উদ্ধার করে৷ কিন্তু, অর্ণব তলিয়ে যায়৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি দেবাশিষ পণ্ডিতের নেতৃত্বে পুলিশ আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বিপর্জয় মোকাবিলা দলকে৷ দলেএ প্রতিনিধিরা আসার আগেই যদিও স্থানীয় কয়েকজন যুবক জলে নেমে দেহ উদ্ধার করে৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ ঘটনায় কান্নায় ভেঙে পরে তার বান্ধবী সহ অন্যান্য সহপাঠীরা। নিছকই দূর্ঘটনা কিনা তদন্ত করে দেখছে পুলিশ৷
কান্নায় ভেঙে পরে নিহত ছাত্রের বাবা রাজকুমার পাল বলেন, “স্নান করতে এসেছিল। পরে শুনলাম ছেলে ডুবে গেছে৷ কি করে কি হয়ে গেল বুঝছি না।”