মানবাধিকার সংগঠন এপিডিআর এর পঞ্চাশ বছর পূর্তিঃপায়ে পায়ে পঞ্চাশ

পূর্বাঞ্চল নিউজ ব্যুরো
মানবাধিকার সংগঠন এপিডিআর এর পঞ্চাশ বছর পূর্তিঃপায়ে পায়ে পঞ্চাশ। এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে দেশের প্রমুখ মানবাধিকার সংগঠন এপিডিআর এর দীর্ঘ পথচলাকে।জরুরি অবস্থার সেই নিকষ কালো দিনে যখন বিরুদ্ধ স্বর নিষিদ্ধ, বাক স্বাধীনতা বিপন্ন তখন গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ কিছু মুক্ত মনা মানুষ গড়ে তুলেছিলেন এই সমিতি। তারপর বহু সময় পার হয়েছে,এপিডিআর হয়ে উঠেছে মানুষের প্রতিবাদের ভাষা।আজ বৃষ্টি মাথায় নিয়ে সমিতির বহু ইতিহাসের সাক্ষী অফিস ঘর ১৮,মদন বড়াল থেকে শুরু হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সূচনা করলেন অমিতদ্যুতি কুমার,সঙ্গে ছিলেন দেবপ্রসাদ রায়চৌধুরী, কৃষ্ণা বন্দোপাধ্যায় সহ বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিরা।


এই মিছিল যায় হেদুয়া পর্যন্ত। মুসলিম ইন্সটিটিউটের অপর একটি অনুষ্ঠানে মানবাধিকার আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা।তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল মহাবোধি সোসাইটির অনুষ্ঠান। উপচে পড়া মানুষের ভিড়ে বক্তব্য রাখেন বোলান গঙ্গোপাধ্যায়, অরুনাভ ঘোষ,সুমন কল্যাণ মৌলিক, আশিষ গুপ্ত, মিলন দত্ত, অমিতদ্যূতি কুমার প্রমুখ।আজ উত্তর বঙ্গে শিলিগুড়ি ও আলিপুরদুয়ারেও এই পঞ্চাশ বছর উৎসব পালন করে সেখানকার এপিডিআর কর্মীরা।আজকের অনুষ্ঠানের প্রধান আওয়াজ ছিল ঐক্যবদ্ধ অধিকার আন্দোলনের।
