• March 26, 2023

চিরঘুমের দেশে নাসিম এ আলম(১৯৬৬ -২০২২)

 চিরঘুমের দেশে নাসিম এ আলম(১৯৬৬ -২০২২)

এম রুহুল আমিন

জীবন ও সৃষ্টি

নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গে শক্তিশালী উদীয়মান কবি হিসাবে যে কয়েকজন উঠে এসেছিলেন তাঁদের মধ্যে নাসিম এ আলম প্রথম সারিতেই থাকবেন। দেশ পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত ছাপা হয়েছে। তাঁর আর একটি পরিচয় তিনি বিশিষ্ট সাহিত্যিক, স্বদেশী আন্দোলনের সমর্থক,পশ্চিমবঙ্গ মুসলিম অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা ও কাজী নজরুল ইসলামের স্নেহধন্য এম আব্দুর রহমানের নাতি(মেয়ে ফাতেমা খাতুনের পুত্র )। তবে এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি নিজ গুনে সাহিত্য সমাজের স্থান করে নিয়েছিলেন।জন্ম ১৯৬৬ সালের ১জুলাই বীরভূম জেলার কীর্ণাহার থানার নিমড়া গ্রামে। পিতা -নুরুল আবসার। ছোট থেকেই বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। এক্ষেত্রে তাঁর পারিবারিক ঐতিহ্য অনেকটা সহায়ক হয়ে ওঠে। সেই সুবাদে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।১৯৯০ সাল থেকে “কবিতা উৎসব” নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। সাহিত্যের টানে বাংলার বিভিন্ন সাহিত্য সভা ও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ-” আইরিশ কলোনিতে সন্ধ্যা”। তারপর আর থেমে থাকেননি তাঁর হাত দিয়ে অসংখ্য কাব্যগ্রন্থ আমরা উপহার পাই।প্রবন্ধ সাহিত্যে ও তাঁর হাত অত্যন্ত শক্তিশালীছিলো। ২০০৫ সালে সাহিত্য একাডেমী তরুণ সাহিত্যিক হিসেবে তাঁকে “Travel Grant “প্রাপক নির্বাচিত করেন। পেশায় তিনি রাজ্য সরকারের একজন কর্মী ছিলেন। তবে নেশা ছিল মনন চর্চা।

অত্যন্ত শক্তিশালী এই কবি একসময় মুখের ক্যান্সার রোগে আক্রান্ত হন। তবে কিছুদিনের মধ্যেই লড়াই করে সেরে ওঠেন এবং পুনরায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন।মৃত্যুর কয়েক মাস পূর্বে তিনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েন।তাঁর স্ত্রী ও পুত্র সর্বদাই তাঁকে আঁকড়ে ছিলেন। কিন্তু দীর্ঘ কয়েক মাস লড়াইয়ের পর নিয়তির কাছে হার মানেন।২৪ শে অক্টোবর ২০২২ রাতে তিনি প্রয়াত হন।

সাহিত্য সৃষ্টি

কাব্যগ্রন্থ :

১.আইরিশ কলোনিতে সন্ধ্যা,১৯৯৫
২. ময়ূর ক্লান্ত মানে বর্ষা শেষ হল,১৯৯৭
৩.লিটিল ম্যাগাজিন ও অন্যান্য কবিতা,২০০০
৪.চাঁদ সদাগর ফিরে আসবে,২০০৫
৫.দ্রোহকাল,২০১০
৬. ধুলোর নির্জনে লেখা,২০১৬
৭. আবার বেদুইন লিখিত,২০১৮
৯. বাসমতি ধানের অগ্রহায়ণ ও ঝুমকোলতা,২০২২
৮. জন্মান্তরের কবিতা( সম্পাদিত কবিতা সংকলন)

প্রবন্ধ গ্রন্থ:
স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ ও সাহিত্য,২০২১

পুরস্কার ও সংবর্ধনা

১. নলহাটি উন্মেষ শিল্প -সাহিত্য – সংস্কৃতি সংসদ সংবর্ধনা,২০১১
২.নয়া প্রজন্ম পত্রিকা সংবর্ধনা,২০১২
৩. মহুয়া পত্রিকা কর্তৃক সেরা কবি সংবর্ধনা,২০১৫

এম রুহুল আমিন : প্রাবন্ধিক ও সম্পাদক বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি।

Leave a Reply

Your email address will not be published.