কিছু দিন আগেও এমন ধরনের ঘটনা দেখা গেছে,ভাইরাল হয়েছে বাংলাদেশের গান দামান-বউ

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- কিছু আগেও এমন ধরনের ঘটনা দেখা গেছে,ভাইরাল হয়েছে বাংলাদেশের গান দামান-বউ।এবারে নাচ ও গানের মাধ্যমে করোনা আক্রান্ত দের মনোবল তৎপর বাড়াচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া তে মিকি মেঘা কোভিড হাসপাতালে কর্মরত হাসপাতালে র স্বাস্থ্যকর্মী বাপি বিশ্বাস।ছোটবেলা থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার কথা ভাবতেন বাপি। সেই আগ্রহ থেকেই ব্যাঙ্গালোরের একটি নার্সিং কলেজে ভর্তি হয় সে।
2009 সালের নার্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। নদীয়া জেলার বাসিন্দা বাপি বিশ্বাস ২০২০ সাল থেকে রায়গঞ্জের কোভিড হাসপাতাল এ কাজে যোগদান। করণা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে ঠিক তখন প্রাণের ঝুঁকি নিয়ে কোভিডে আক্রান্ত রোগীদের সেবায় রায়গঞ্জের মিকি মেঘা কোভিড হাসপাতালে যোগ দেয় বাপি বিশ্বাস। মারণ রোগের রোগীদের মনোবল বাড়াতে দিনরাত এক করে কাজ করেন বাপি। রোগীদের মনে আনন্দ দিতে। কখনো গান আবার কখনো নাচ করে দেখান বাপি।