আদিবাসী পরিবারগুলো মিল কর্তৃপক্ষের শরণাপন্ন হন

নিজস্ব সংবাদদাতা, নদীয়া :- নদীয়া জেলার প্রান্তিক ব্লক কালীগঞ্জের কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক অখ্যাত গ্রাম হল চাঁপাই । এই গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পলাশী সুগার মিলের জমিতে কাজ করতেন এবং সেইসূত্রে সেখানকার জমিতেই বসবাস করতেন।কিন্তু বর্তমানে সুগার মিল নিয়মিত না চলার কারণে তাদের কোন কাজ নেই, বাসস্থানও ভেঙে পড়েছে। এমতাবস্থায় এখানকার আদিবাসী পরিবারগুলো মিল কর্তৃপক্ষের শরণাপন্ন হন। সুগার মিলের জেনারেল ম্যানেজার ঐ আদিবাসী পরিবারগুলোকে মিলের জমিতেই বসবাস করার লিখিত প্রতিশ্রুতি দেন।
কিন্তু করোনা অতিমারির ও মিল বন্ধ থাকার কারণে তারা এমনিতেই কর্মহীন। আবার বর্ষার প্রাক্কালে বাসস্থান না থাকায় তারা চরম অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন। বর্তমানে তারা খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। মিল কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি দপ্তরে বারংবার আবেদন নিবেদন করলেও আশ্বাস ছাড়া কিছুই মিলে নি। স্থানীয় তালি কোচিং সেন্টারের উদ্যোগে আজ ঐ আদিবাসীদের মধ্যে ত্রাণ দানের ব্যবস্থা করা হয় । এই কর্মসূচীতে উপস্থিত সক্রিয় সমাজ কর্মী কামাল উদ্দিন সেখের কাছে আদিবাসীরা তাদের দুর্দশা ও ক্ষোভ করেন। তিনি অতিদ্রুত এবিষয়ে শক্তিশালী দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবি আদায় করার কথা বলেন।*