• March 21, 2023

ডিজিটাল দুনিয়ার এই বিস্তৃত মানচিত্রে আরেকটি নতুন সংযোজন পূর্বাঞ্চল।প্রশ্ন উঠতেই পারে আরো একটা,কেন,লক্ষ্যই বা কি? উত্তর দেওয়ার দায় থেকেই এই কথকতা।পূর্বাঞ্চল বঙ্গভাষীদের জন্য। সোজা কথায় যে মানুষ বাংলা ভাষায় কথা বলেন,গান করেন,চিৎকারে পাড়া মাতান,রাগে,ভালোবাসায়, অভিমানে,ঘৃণায়,আদরে,যৌনতায় বাংলাকেই সাক্ষী রাখেন , তাদের সব্বার কাছে পূর্বাঞ্চল পৌঁছাতে চায়।আপাতত পশ্চিম বাংলা,আসাম,ত্রিপুরা পর্যন্ত আমাদের দৌড় কিন্তু বিশ্বাস রাখি দ্রুত ছুঁয়ে ফেলব বাংলাদেশ, ঝাড়খন্ড,বিহার তথা এই গ্রহে বাস করা প্রত্যেক বঙ্গভাষীর মন।আমাদের কাছে বাঙালি কোন খন্ডিত ধারণা নয় বরং তা এক সামগ্রিকতা যার পরতে পরতে লুকিয়ে আছে সংস্কৃতি, রাজনীতি অর্থনীতি। পূর্বাঞ্চলে সব থাকবে– আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ,রান্নাবান্না,খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, সিনেমা, নাটক,লাইফ স্টাইল,সমকালীন রাজনীতি, ইতিহাস, সাহিত্য। যেহেতু আমরা বিশ্বাস করি জীবন এক চলমান যাপন তাই বেঁচে থাকতে চাই চলার আনন্দে,ছুঁয়ে থাকতে চাই প্রান্তজননের হাত,হয়ে উঠতে চাই এমন এক বাঙালি সত্তা যে নিজের শিকড়ে স্থির থেকে প্রবেশ করবে আন্তর্জাতিকতার প্রসারিত ভুবনে।আপনারা পাশে থাকলে চেষ্টার ত্রুটি থাকবে না,একথা হলফ করে বলতে পারি।আপাতত এইটুকু।