ওয়ারিশহীন শব্দগুচ্ছ

সাহিন কবীর
বর্তমান ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়গুলো সবই সাম্প্রদায়িকতার বিষে বিষাক্ত হয়ে উঠেছে। আমরা যারা কলম চালাই বা কলমের কদর করি তাদেরকেই দায়ীত্বভার কাঁধে তুলে নিতে হবে এই বিষকে নির্বিষ করার। যাঁদা এই কাজে একনিষ্ঠ, কবি, লেখক, প্রাবন্ধিক, গবেষক মনিরুদ্দিন খান তাদের মধ্যে অন্যতম একজন।
'ওয়ারিশহীন শব্দগুচ্ছ' কবি মনিরুদ্দিন খানের এক গুচ্ছ কবিতার সমাহার। কবিতা না বলে শব্দগুচ্ছ বলাই সর্বোত্তম হবে। বইটির পাতায় পাতায় শব্দ গুলো কোথাও ছন্দময়তায় কোথাও ছন্দহীনতায় কবির মনের ভেতরের ক্ষোভ, দুঃখ, অভিমান, প্রেম, বিরহ, প্রতিবাদ-প্রতিরোধের ব্যর্থ প্রচেষ্টা, জীবন যাত্রার কাঠিন্য, জীবনের স্বল্পতা, গতিময়তা, জীবনের নিশ্চলতা ইত্যাদি প্রকাশ করেছে স্বতঃস্ফূর্ত ভাবে। কবি তাঁর কবিতাগুলোকে বাজারজাতকরণ বা বিপণনের কোন চেষ্টাই করেননি; বরং ছেড়ে দিয়েছেন পাঠকের নিজের ভাল লাগা না লাগার উপর। এখানেই বোধ'য় কবির সার্থকতা এবং সংকলনটির নামকরণের সার্থকতা। নিত্যদিন আমাদের সামনে ঘটে যাওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনাবলীগুলো অবলীলায় কবিতার রূপ পেয়েছে কবির কলমের জাদু- ছোঁয়ায়। কবিতাগুলি সাম্প্রতিক সমাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার দর্পণ হয়ে উঠেছে বার বার। 'হে মোর সন্ততি', 'প্রতিবাদ কর', 'এন আর সি বিষয়ক একটি কবিতা', 'যন্ত্রণা', 'বদল চাই', 'বিরুদ্ধ হাওয়ার পাখি', 'হে জীবন', 'নির্ভীক হেঁটে যেতে চাই', 'ওয়ারিশহীন শব্দগুচ্ছ' ইত্যাদি কবিতা গুলো শিরোনামেই বুঝিয়ে দেয় কবির সামাজিক সচেতনতা, ভেতরের হাহাকার, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা, সর্বোপরি দেশ ও দশকে নিয়ে কবির চিন্তার গভীরতা।
কবির কলম চলতে থাকুক আর, এরকম হাজারো ওয়ারিশহীন শব্দগুচ্ছ পাঠককে তার চিন্তার প্রসারতা বিস্তার করতে বাধ্য করুক, তাদের ভবিষ্যৎ ওয়ারিশ খুঁজে নিক এই কামনা করে পরবর্তী সংকলনের অপেক্ষায় থাকলাম।
ওয়ারিশহীন শব্দগুচ্ছ
প্রকাশক : রবিপ্রকাশ,কলকাতা
মূল্য : ১৭৫ টাকা