ঊনিশের উদযাপন "এই যে শুনুন আজ "ঊনিশ মে" নিয়ে আমাদের একটা অনুষ্ঠান। অনেকেই থাকছেন। কবিতা গান এবং কথা দিয়ে আমাদের অনুষ্ঠানের ডালি আমরা সাজাতে চলেছি। অনেকক্ষন থেকে আপনাকে ফোনে চেষ্টা করছি। হ্যাঁলো শুনতে পাচ্ছেন। -ও,আচ্ছা আপনারা তো কলকাতায় অনুষ্ঠান করছেন। -হ্যাঁ, না মানে এবার তো লকডাউন তাই অনলাইনে আমরা অনুষ্ঠান করবো। এই যেভাবে প্রতি বছর করি আমরা। তা এবার বরাক উপত্যকা থেকে আপনাকে চাইছি।৷ ৷ -না না আবার আমায় কেন। আমি কোন কেউকেটা নই, না আমি কবিতা লিখি, বলিও না, না গান গাই, তাছাড়া আমি হোমরাচোমরা নই, নেতা টেতাও নই, না বিশেষ কোন সংস্থার কিছু আমি। -না না সে আমরা আগেই খবর নিয়েছি, জানি আপনি পারবেন। আমরা আপনার মত একজন সাধারণকেই চাই। আপনি আপনার মত করে যা খুশি বলবেন।আমরা খুব খুশি হবো যদি থাকেন সাথে। এত সময় ফোনে কথোপকথন চলছিল। একটি অনলাইন লাইভ অনুষ্ঠানের জন্য। লকডাউনে এই হয়েছে খুব সুবিধে। চট করে অনুষ্ঠান পেতে ফেলা যায়। Read More