• June 1, 2023

কৃষ্ণকলি

 কৃষ্ণকলি

ইন্দ্রাণী দাস মহাপাত্র

কালো চুল, কালো জুতো কিংবা কালো জামা খুব পছন্দের সবার । অথচ আত্মার জামাটি সেই কালো রঙের হলেই অসুবিধে।সত্যি, আরেকবার চোখের সামনে আয়না টা ধরেছেন ডিরেক্টর সৌভিক চট্টোপাধ্যায় নিজের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা কৃষ্ণকলি র মাধ্যমে। আমাদের এই সমাজে যেখানে প্রতি মূহুর্তে সামাজিক মাধ্যমের বিভিন্ন জায়গায় ফর্সা হওয়ার বিউটি ক্রিমের বিজ্ঞাপন দেওয়া হয়। বিভিন্ন ছবির এডিটিং অ্যাপের রমরমা।যা আমাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন আমাদের মস্তিষ্ককে বিকৃত করছে।ছেলে মেয়েদের ক্ষেত্রে সুন্দর হওয়ার মানদণ্ড ‘ফর্সা’ কে প্রমোট করছে।আমরা শুধুই মানুষের শরীরের রঙ দেখে তাঁর সুন্দর অসুন্দর হওয়ার মানদণ্ড নির্মাণ করি। সেখানে অদ্ভুতভাবে কৃষ্ণকলি – র একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ,এই সুন্দর, অসুন্দর, সাদা-কালোর বৃহৎ একটি প্রভাব ফেলে যায় দর্শকদের ওপর।
সাদা মানে ভালো এবং কালো মানে খারাপ , এইটি যেনো একটি প্রথায় রূপান্তরিত হয়েছে। অথচ আমাদের ভণ্ড সমাজ সেই শ্যামা কিংবা শ্যাম কেই মাথায় স্থান দিয়েছে। সত্যিই কি বিড়ম্বনা।

এই সিনেমাটি প্রত্যেকটা দৃষ্টিকোণ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম । অভিনয়ে দেবাশীষ সেন শর্মা, শিবানী মাইতি, শ্যামল চট্টোপাধ্যায়, রিতুস্মিতা চৌধুরী , ফ্লোরা চট্টোপাধ্যায়, সৌশ্রী ও অন্যান্যরা খুবই সুন্দর ভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন। এবং সাবলীল সিনেমাটিকে বাস্তবসম্মত করে তোলে এবং দর্শক সহজেই চরিত্র গুলির সাথে সম্পর্ক স্থাপন করতে সক্ষম।
সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক সময়ে এবং ঠিক জায়গায় অসাধারণ এক একটি গানের ও গানের পংক্তি গুলোর প্রয়োগ সিনেমাটিকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। শ্রী শুভেন্দু মাইতির কন্ঠে শ্যামল চট্টোপাধ্যায় রচিত ও সুরারোপিত “ভোলা মন”, সুদক্ষিনা দীক্ষিত এর কন্ঠে শ্রী অতুল প্রসাদ সেন এর “একা মোর গানের তরী” এবং সিনেমার শেষপর্বে সৌভিক চট্টোপাধ্যায় এর লেখা-সুরে “যখন মুহুর্তরা” বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।
মূল চরিত্রটির পরিবর্তিত মানসিক অবস্থানে র জায়গাটি প্রচলিত সমাজ মনস্কের বিপরীতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ও মুক্তি পায়।

এই কুড়ি মিনিটের সিনেমাটি দর্শক মনে পরিবর্তন আনতে পারবে এবং আত্ম উপলব্ধি করতে সাহায্য করবে যা কৃষ্ণকলির লক্ষ্যকে আরও সফল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published.

Related post