• June 29, 2022

মৃত্যুপথযাত্রী আসছে

 মৃত্যুপথযাত্রী আসছে

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক

ফাঁসির কয়েক ঘণ্টা আগে একজন আসামীর মনের অবস্থা ঠিক কি রকম হতে পারে? কি কি নিয়ম পালন করা হয় ফাঁসির আগে? ১২ বছর জেল খাটার পারেও ফাঁসি দিয়ে একটা জীবন শেষ করে দেওয়া কি হত্যা নয়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আসছে পরিচালক সৌম্য সেনগুপ্তর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি মৃত্যুপথযাত্রী।

কান সিং সোধা প্রযোজিত এই ছবিতে আসামীর চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দোপাধ্যায়। পরিচালকের মতে ভারতীয় সিনেমার ইতিহাসে এরকম এক্সপেরিমেন্টাল ছবি এর আগে কখনো তৈরী হয়নি। তাই মৃত্যুপথযাত্রীর সাথে অন্য কোনো সিনেমার তুলনা চলে না। এই ছবির প্রতিটি দৃশ্যে উঠে আসবে অন্ধকারাচ্ছন্ন কনডেমড সেলের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ একজন ফাঁসির আসামীর মনস্তাত্ত্বিক পরিবর্তন, তার অপরাধ বোধ, জীবনের প্রতি অমোঘ আকর্ষণ ও চরম মৃত্যু ভয়। অভিনেতা রাহুল জানিয়েছেন একজন মৃত্যু দন্ড প্রাপ্ত আসামীর চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। প্রায় একমাস সমস্ত সামাজিক মাধ্যমে যোগাযোগ বন্ধ রেখে বিভিন্ন সংশোধনাগারে ঘুরে পরিচালকের নির্দেশে তাঁকে কঠিন ওয়ার্কশপ করতে হয়েছে। দিনের পর দিন ঘরের মধ্যে নিজেকে বন্ধ রেখে তাঁকে চরিত্র আত্মস্থ করতে হয়েছে। সব শেষে ডাবিঙের সময় গলা চিরে রক্ত বেরিয়েছে। তবে গিয়ে শেষ হয়েছে এই ছবির কাজ। পরিচালকের মতে রাহুলের অভিনয় জীবনের শ্রেষ্ঠ ছবি হয়ে থাকবে মৃত্যুপথযাত্রী। আগামী ১০ই জুন সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি। পরিচালক সৌম্য তাঁর প্রথম সিনেমা বিখ্যাত ইরানিয়ান ফিল্মমেকার আব্বাস কিয়ারোস্তামির প্রতি উৎসর্গ করেছেন। মৃত্যুপথযাত্রীর প্রযোজক কান সিং সোধা জানিয়েছেন এখনো পর্যন্ত তাঁর প্রযোজিত সবকটি সিনেমার মধ্যে মাইলস্টোন হয়ে থাকবে এই ছবিটি।

  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published.