• March 25, 2023

সম্প্রতি রবি ঠাকুরের গানে চলচ্চিত্রায়ন

 সম্প্রতি রবি ঠাকুরের গানে চলচ্চিত্রায়ন

ইন্দ্রাণী দাস মহাপাত্র :- “জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে…….” – মাত্র আটটা লাইনে একটা মানুষের প্রত্যেক দিনের নিজে তোর সাথে নিজের লড়াই কে তুলে ধরেছেন কবি গুরু।অনেক দিন আগের লেখা হলেও বর্তমান পরিস্থিতিতে যা প্রাসঙ্গিক।রোজকার দিন যাপনে,দৌড় ঝাঁপে ক্লান্ত হয়ে আমরা একই কথা অনেকেই আমরা বলে থাকি।রবীন্দ্রনাথ ঠাকুর তাই আজও সমান ভাবেই প্রাসঙ্গিক এবং আগামী দিনে থাকবে।তাঁর গান,সাহিত্য বাঙলা-বাঙালীদের ছাড়িয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। যাইহোক, জীবন ‘আমার চলছে যেমন..’ গানটির সাহায্যে অসাধারণ উপস্থাপনা এস সি কালার এর পক্ষ থেকে,যা সহজ এবং সুন্দর। গানটি গেয়েছেন মালবিকা চক্রবর্তী এবং যন্ত্রাণুষঙ্গে পার্থ মুখার্জি।
মাত্র তিন মিনিট সাতান্ন সেকেন্ডে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং পরিস্থিতির সাথে আমাদের নিজেদের অন্তরের দ্বন্দ্ব, মনের সাথে মস্তিষ্কের দ্বন্দ্ব, আমাদের চাওয়া পাওয়ার মধ্যের দ্বন্দ্ব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন সৌভিক চট্টোপাধ্যায় এবং অভিনেতারা। আমার উপস্থাপনাটি দেখার সময় একটা উপলব্ধি হল , মানুষ এই লকডাউনে নিজে নিজেকে ভালো ভাবে চিনতে শিখছে,জানতে শিখেছে।অনেক সময় আমাদের অনুভূতিগুলোকে আমারা নিজেরাই বুঝতে পারিনা, পারিপার্শ্বিক অবস্থাগুলোকে দেখেও দেখতে পাইনা। এই অনুভূতিগুলো খুব ভালো লেগেছে। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রফেসনাল ক্যামেরা বা আলো না ব্যবহার করা, যা এই ভিডিও টির সাথে দর্শকদের সম্বন্ধস্থাপন করতে সাহায্য করেছে । খুব সুন্দর অভিজ্ঞতা হল।কারণ গানও যে আমাদের যাপনেরই একটি অঙ্গ।আবার আমাদের যাপনের পান্ডুলিপিও গান হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published.

Related post