• March 25, 2023

গ্রেপ্তার Alt News এর মহম্মদ জুবেইর

 গ্রেপ্তার Alt News এর মহম্মদ জুবেইর

সৌরভ রায়

তিস্তা শেতলাবাদ, আর. বি শ্রীকুমারের পরে এবার গ্রেফতার মহম্মদ জুবেইর, Alt News এর যুগ্ম প্রতিষ্ঠাতা। সমস্ত সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল প্রতিদিন নামে বেনামে যেসব নির্জলা মিথ্যে ছড়িয়ে মুঠোফোন ভর্তি করে দেয় সেসবের ভাণ্ডা ফোঁড় করে এই Alt News। হিন্দুত্ববাদীদের কত শত দাঙ্গার উস্কানিতে যে জল ঢেলে প্রকৃত সত্য সামনে এনেছেন এই জুবেইর আর তাঁর বন্ধু ও সহকর্মী প্রতীক সিনহা। স্বাভাবিক, এতে সংঘ পরিবারের অসুবিধা হবেই। তাই অন্য একটা কেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে কোত্থেকে একটা “ধর্ম অবমাননার” কেস দিয়ে এবার তাঁকেও তুলে নেওয়া হল; নুপুর শর্মা কিন্তু এরেস্ট হয়নি, বরং সাসপেনশনের নাটক সাজিয়ে কিছুটা রেস্ট দেওয়া গেছে- অক্লান্তভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য আবার মাঠে নামাতে হবে কিনা।

সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা প্রতীক সিনহা জানাচ্ছেন, আচমকা গ্রেফতার করে জুবেইরকে কোনো একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে যারা পুলিশের উর্দিতে আছে তাদের কারোর পোশাকে নেমপ্লেট নেই! বুঝতে পারছেন? এই দৃশ্য মুলত দিল্লির ছাত্র নাজিবের কথা মনে করিয়ে দেয়।

সৌরভ রায় : প্রাবন্ধিক ও রাজনৈতিক কর্মী।

Leave a Reply

Your email address will not be published.