অভিজিৎ রায়ের কবিতা

ছক্কা-পুট
সাপ লুডো, ছক্কা পুট
আজ দে ছুট, কাল দে ছুট।
ছুটতে থাক, বুদ্ধি তোর
জিম্মা কার? কোথায় জোর?
প্রশ্ন কর, কাপড় কই?
কিনছ মদ! বেচছ বই!
পুঁজির দাস করছে খোঁজ
রাজার মন একটু বোঝ।
কীসের লোভ? কোন জীবন?
মৃত্যুভয় কতক্ষণ?
ভাইরাসের জীবন বোঝ
ভর্তুকির হিসাব খোঁজ।
সব নাটক মূল্যহীন
হচ্ছে মাফ কাদের ঋণ?
ভ্যাক্সিনের গল্প কী?
পয়সা নেই, খাচ্ছ ঘি!
ফি বছর কে দেবে?
ভ্যাক্সিনের দাম নেবে।
ভয়ের তাস, ত্রাসের খেল
বুঝতে শেখ পাশ আর ফেল।
সংসদে বিল পাশে
সংক্রমণ কোন ফাঁসে?
এই বাড়ে, এই কমে
তোর ঋণে সুদ জমে।
লকডাউন গলার ফাঁস
তুই কি আজ বাঁচতে চাস?
প্রশ্ন কর, তোল দাবি
কোন ভোটে কী পাবি!
তারপরে ছক্কা, পুট
মই ছোটে, সাপের ছুট।
২। মুগ্ধতার গান
মেঘলা দিন, বৃষ্টি ঋণ
জমছে কার কোন স্মৃতি?
একলা আজ এই জীবন
ভুলছে ভিড়, বিবৃতি।
দুঃসহ এই সময়
নামছে ঘুম, বন্ধ চোখ
সঙ্গীহীন বৃষ্টিটার
কীসের ঋণ? কীসের শোক?
কোন কথা আজ সুরে
গান হবে আনকোরা?
মেঘ থেকে নামবে আজ
পক্ষীরাজ ; কার ঘোড়া?
ছুটবে মন, মনখারাপ
সঙ্গী আজ স্বপ্ন তার;
ক্যানভাসে ছুটছে মেঘ
বৃষ্টি-চোখ মুগ্ধতার।
ঋণ লেখে জন্ম তার
মুদ্রাদোষ মৃত্যু দিন;
ঘুম হারায় ভিন দেশি
পূর্ণিমা, আলোর ঋণ।
কোন আলো এই পথে
অন্ধকার খুঁজছে আর
মন যেন মনখারাপ
গাইছে গান মুগ্ধতার!