নীলিম গঙ্গোপাধ্যায়ের পাঁচটি কবিতা

যাওয়া আসা
যাও। দূরে যাও সব। দূরে দূরে যাও।
যাও, ঝাপসা হয়ে এসো। সেও এক আসা।
শুকিয়েছে অয়েলের মোটা রঙ, পুরাতন ফ্রেম
ফেটে আছে নকশার তুলির আঁচড়। সেও এক থাকা
ফেসবুকে ছিটকে আসা ভ্যানগগের মতন।
যাও। দূরে যাও সব। দূরে দূরে যাও।
যাও, ঝাপসা হয়ে এসো। সেও এক আসা।
গাজা প্রসঙ্গে বারবার
লিখে ফেললেই রিলিফ পেয়ে যাই
ফাউ পাওয়া যায় উপরন্তু তৃপ্তি
ধ্যান চলে যায় ছন্দ অলঙ্কারে
কাব্যেরও তো আছে নিজস্ব খাঁই
এবং পুষ্ট হয়ে ওঠার দীপ্তি
ভাগ্যি শিশুর কবর ছুঁয়েছে হাজারে
কথা ওইটাই কামড়ে হাতের আঙুল
হাত কামড়ানো হয়ে যায় অভ্যাস
তাঁবে আর তবে পেনসিলও থাকবে না
মিডিয়া বাহিত ছোঁয়াচে অম্লশূল
অপিচ আঙুল হারানো জগন্নাথ
থাকছে বাঁচোয়া তবু, ট্রিগার সম্ভাবনা
মন্ত্রণা
ক্রমশ আদিম নগ্নতর, যদিও পোশাকে, তাৎক্ষণিক নয়
সরাসরি সম্ভোগ থেকে বলশালী অতিরিক্ত মাত্রা সঞ্চয়
অপিচ তামাকু মদের মতো ধর্ষণ খুনের নেশা ছাড়ে বায়ুস্তর
ভান ফেলে মৌজ-মৌতাতে সহজিয়া গান গায় নেতার দোসর
নিকেশ করলে ঢাকা দিতে হয় গা, পুরনো আঁতাতে দস্তুর
প্রশাসনে কোটাল রয়েছে বন্ধু, বদলির ভয়, যদি চুদুরবুদুর
থান কাটা এই গদ্য বর্তমান, এই পদ্যই আশু ভবিষ্যত
গদ্য রোকো পদ্য রোকো বেপরোয়া, কে আছো হিম্মত
ফেসবুক প্ররোচিত
লাইক চাটবে বলে
যে জিভ লম্বা হতে চাইছে
এসো সেটা আড়াআড়ি কেটে দিই
উঁহু, নিজেকে খনা ভাবার মতো মুর্খামি কোরো না
লম্বালম্বি কাটলে সর্পজাতর সম্ভাবনা
তোমার মধ্যে বিষ তো কিছু কম না
আত্মপ্রসাদের ফণা তোলবার আগে
অপটুকে ছোবল
এসো তোমার জিভ আড়াআড়ি কেটে দিই
তবু সমস্যা থেকেই যায়
কারণ শুধু স্বাদ নয়
তুমি জিভ দিয়ে শ্বাসও নিয়ে থাকো
পরাজিতের পুনর্বাসন
অদ্ভুত ছকে পরাজিত হয়ে আছি
হাততালি দিচ্ছে অহং
ফিরিয়ে নে ফিরিয়ে নে তাহলে
একেবারে শূন্য করে দে বরং
কিছু জৈবিক প্রক্রিয়া থাক
কিছু শপিংমল জন্মদিন যাওয়া
থাক চর্বি মেডিক্লেম টিভি পর্দা
এসি কার গ্রামাঞ্চল হাওয়া
পারলে নিরেট পাথর করে দে
বাতাস মাটি গাছ সহ্যশীল কিছু
মগজে সয় না এত লতাগুল্ম প্যাঁচ
গর্ভযন্ত্রণা মার এত আগুপিছু
নিজেকে এমন বহন দীর্ঘ বিড়ম্বনা
নির্বোধের দিনক্রম পরিবর্ত হোক
যেমন সহজ বিস্তারে উড়ে যায়
একশো ঘাস-ফড়িং
ঝাঁক বাঁধে জোনাকি আলোক