• June 1, 2023

আফজল আলির কবিতা

 আফজল আলির কবিতা

আমার শহরে কবে আসছেন

ডানা মেলে চলে গেছে রোদ্দুর, স্বপ্ন দেখা বারণ
তবু যেন মনে হয় বলছে
-আমার শহরে কবে আসছেন
মেঘ ছায়া পার হয়ে অনেক দূর , মন ব্যক্ত করে
সিঁড়ি সিঁড়ি সন্ধ্যা প্রচণ্ড ব্যাকুল
ওই তো দিগন্ত , নিরামিষ করিডোর হয়ে
মাখন মাখন সরগম তুলে ,মনে হয় তবু যেন বলছে

আমার শহরে কবে আসছেন

যাব একদিন হাতছানি দিয়ে ছন্দ শহরের বুকে
বিরাম যেখানে ঘুম থেকে তোলে ,কুয়াশার কাচ চোখে
মাথার ভিতরে জাল বোনে দৃশ্যের বিনুনি কথা
রূপালি ব্যথার ফেস-ওয়াশ তুলতুলে গালখানা
হৃদয় ভেঙেছে জ্যোৎস্না শায়েরী
অমোঘ কথার প্রত্যয় কারবারি
ভুলে যাই সব, ভুলে যাই সব
শিকল ছিঁড়ে উড়িয়ে দেওয়া পাখির কলরব
সময় সরছে , ঘাড় ঘুরিয়ে তবু যেন বলছে
আমার শহরে কবে আসছেন , কবে আসছেন শহরে

হাতের দাগ এবং চায়ের কাপ

আজ সকালে দেখলাম কাপটা ঠিক জায়গাতেই আছে
জলের বোতল এবং চামচ রাখার পটটিও
এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে ওগুলো সরে যেতে পারে
তবু চা খাওয়ার সময় হাতের দাগটা আমি দেখতে পেলাম
হাতের দাগ এবং চায়ের কাপ
আজ দিনটা কি একটু অন্যরকম হতে পারে
কেন নিজেকে define করতে পারছি না
বড়ো জোর আমি চাইছিলাম বান্ধবীকে নিয়ে ঘুরতে
আমাকে পাহারা দিচ্ছিল একটি (a+b)² এর ফর্মুলা
এখন শীতকাল, সিলিং ফ্যান নিয়ে আলোচনা মুলতুবি
নিম্নচাপে গরম ফিরে আসতে পারে , এসেছেও
গতকাল অনেক ছবি ওকে দিয়েছিলাম, একটা ভিডিও ক্লিপ ও
তবু মনে হচ্ছে এ সময়টা আমাকে থাপ্পড় দেবেই
তখন আমি কোথায় যাব , জ্যামিতি নাকি পরিমিতি
চায়ের কাপটা কিছু বলছে না দেখে একটু অবাক-ই হচ্ছি

আফজল আলি : কবি ও প্রাবন্ধিক।

Leave a Reply

Your email address will not be published.