• March 25, 2023

উৎপল দাসের কবিতা

 উৎপল দাসের কবিতা

শ্রাবণ গাথা

১.
উঁচু নিচু ডুংরি টিলা সবুজে সবুজ।
এইরূপ হেরিব কেমনে!
চল্ সজনী, চাষের কাজ করি

ঝিরিঝিরি বর্ষায় কদম ফুল ফোটে।
ফুল এনে দেব গো সজনী
এই প্রেম হেরিব কেমনে!

২.
জ্যোৎস্না রাতেজোনাকির
পাখা ভিজে যায়।
পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা গুলি
চিকচিক মতির মতন।
আজ বধূয়ার গলায় দিব মালা

আষাঢ়ে মিলন সজনী আষাঢ়ে মিলন

ভরা নদীর জল, অনন্ত যৌবন…

৩.
আসার আশায় বসে আছি,
বেলা অনেক হলো।
কোন ভোরে কোদাল নিয়ে আল বাঁধা শুরু,
পেটে কিছু দানা পড়ে নাই।

দেরি তো হবেই চাল সিদ্ধ হতে।
তার উপরে বর্ষাকাল,
ভেজা কাঠ ভিজে চুলো।
গোয়াল ঘরে অবলা পশু
তাদেরও তো দানাপানি লাগে!

আলতি ঝোল শাক ভাজা এনেছি গো

Leave a Reply

Your email address will not be published.

Related post