শেফালী কায়ার সন্ধ্যার ছায়া

সুমিত গঙ্গোপাধ্যায় :- শেফালী ভার্মার টেস্টে অভিষেকের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডের ভেঙে যাওয়া বা তৈরি হওয়া নতুন করে মনে পড়িয়ে দিয়েছে এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে সন্ধ্যা আগরওয়াল।
১৯৬৩ সালে জন্মেছিলেন ভারতের মহিলা ক্রিকেটের ‘রান মেশিন’ সন্ধ্যা আগরওয়াল। খেলা ছেড়ে দেওয়ার ২৫ বছর পরেও তাঁর গড় ষষ্ঠ, টেস্টে মোট রানে দশম, সর্বোচ্চ রানে দশম। ১৩ টেস্টে ৫০.৪৫ গড়ে ১,১১০ রান। ৪টি শতরান (মাত্র একজন তাঁর থেকে মহিলা টেস্টে বেশি সেঞ্চুরি করেছেন)। একদিনের ম্যাচে ৩১.৫০ গড়ে ৫৬৭ রান করেন।
যন্ত্রের মতো রান করা এই রেলওয়ে ওপেনার জীবনের প্রথম টেস্টে ১৯৮৩/৮৪ সালে ৭১ করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরের টেস্টেই ১৩৪ করেন। জীবনের চতুর্থ টেস্টে ১৯৮৪/৮৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৬, পরের টেস্টেই ৯৮। এরপরে ইংল্যান্ডে গিয়ে জীবনের সপ্তম টেস্টে ১৩২, অষ্টম টেস্টে ১৯০ (৫৫ বছরের টেস্ট রেকর্ড ভাঙেন)। চার বছর পর আবার টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ করেন।
এছাড়াও ১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে সিভিল সার্ভিসের বিরুদ্ধে ৭৩,সাউথ ইস্ট উইমেন্স এর বিরুদ্ধে অপরাজিত ১১১, ইয়রকশায়ার এর বিরুদ্ধে অপরাজিত ৮৫, ১৯৯৩ সালে মহিলা বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে অপরাজিত ৮৯, ১৯৯৪/৯৫ সালে অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-২৩ এর বিরুদ্ধে ৮৮ ও অপরাজিত ৫২ তাঁর কিছু অনবদ্য ব্যাটিং নজির।
আশা করা যায় শেফালী ভার্মা পূর্বসূরীকে অতিক্রম করে আরও বহুদূরে এগিয়ে যাবে