রবিবারের সাহিত্য কামরুন নাহারের কবিতা আমার যেদিন জন্ম! সেদিন সকালে চারিদিক সুমধুর আযানের আওয়াজে ভরে গিয়েছিল।
রবিবারের সাহিত্য মিজানুর রহমানের কবিতা প্রতিদিন সকাল হলেই ঘুমিয়ে পড়ি বারবার, কবরস্থ হই না ঝরে যাওয়া সবুজ পাতায়, জলহীন মরীচিকার শরীরে।
রবিবারের সাহিত্য শুভাশীষ দত্তের কবিতা এই হত্যাকূপে আর কত বলি ? সভ্যতার নিম্নে আমার ঘর তারও নিম্নে জল বাঁধা ডিঙিনৌকার গলুইতে ঠেকে এসে জীবনের পদ্মপানাগুলি।…