উচ্চ মাধ্যমিকে ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যে প্রথমস্থান অর্জন করলো কান্দির : রুমানা সুলতানা

জৈদুল সেখ, কান্দি :- প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এ বছরের বছরের উচ্চ মাধ্যমিকে শীর্ষ স্থানে মুর্শিদাবাদের কন্যা। ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়ে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল কান্দির বাসিন্দা রুমানা সুলতানা। কান্দি রাজা মনিন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা সুলতানার সাফল্যে খুশি তাঁর পরিবার। তিনি চান বড় হয়ে চিকিৎসক হতে।
উল্লেখ্য কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় রুমানা পঞ্চম স্থান দখল করেছিলে। দু’বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়েছিল রুমানা। তার পর ওই স্কুলে ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে। সে বিজ্ঞান নিয়ে পড়তেই বেশি ভালবাসে। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েসাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা পর্বের মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তাঁর শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।
প্রসঙ্গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯ তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ হিসাবে ঘোষণা করা হয়নি। কারণ মাধ্যমিকের মতো এ বছর উচ্চ মাধ্যমিকেও প্রকাশিত হয়নি মেধাতালিকা।
এ প্রসঙ্গে রুমানা বলছেন, ‘‘ আমারকে প্রথম হিসাবে নাম তো বলা হয়নি। তবে যে ফল প্রকাশ করেছে , আমি খুশি। আসলে মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফল ভাল ছিল। তাই এমন ফল হয়েছে।’’
রুমানা আরও বলছেন, ‘‘উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষা নেওয়া যায়নি। আমার একাদশ শ্রেণির পরীক্ষা ভাল হয়েছিল। যেহেতু এ বার পরীক্ষা হয়নি, তাই বলব এতে বেশি গুরুত্ব না দিতে। যদি মূল ধারায় পড়াশোনা চালিয়ে যাই, তা হলে আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই।’’ জেলার মেয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।