উপাচার্য নাকি বিজেপির ক্যাডার? বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের পাশে বিজেপি বাদে প্রায় সকলেই

স্বপ্ননীল
বিশ্বভারতীর ছাত্র, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের প্রতিবাদ আন্দোলন চলছে। গত ৯ দিন ধরে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভকারীরা বসে থাকলেও এখনও কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। আদালতের আদেশ বজায় রেখে বিক্ষোভ চলছে, আদালত আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ৫০ মিটারের মধ্যে মঞ্চ না বানানোর নির্দেশ দিয়েছে, তারাও তাই করেছে, কিন্তু তারা ঘোষণা করেছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না । আজ রুপা চক্রবর্তী নামে একজন ছাত্রী এবং সুদীপ্ত ভট্টাচার্য নামে একজন অধ্যাপক অনশনে বসেছিলেন। এই আন্দোলনকে সমর্থন করতে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। ইতিমধ্যে ফ্যাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে বাংলা মঞ্চের পক্ষ থেকে সংহতি জানিয়ে গেছে অধ্যাপক সামিম আহমেদ সহ অন্যানরা।
পাশাপাশি আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুমন কল্যাণ মৌলিক সহ অনেকেই। বাম ছাত্র সংগঠন এ আই এস এর ছাত্র-ছাত্রীরা কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করেছেন।
এছাড়াও বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন এই আন্দোলনের পাশে আছেন বলে তারা জানিয়েছেন। থেমে নেই তৃণমূল পন্থীরাও,তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সদস্য এই আন্দোলনকে সমর্থন করেছেন।মুর্শিদাবাদ জেলার কান্দী ‘কোরাস’ নাট্যগোষ্ঠী এবং এপিডিআর কান্দীতে ছাত্র-ছাত্রীদের সমর্থনে সভা করেছেন।এক কথায় বিজেপি বাদে রাজ্যের প্রায় সবধরনের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন এই আন্দোলনের পাশে আছে