সংযুক্ত কৃষক মোর্চার আহবানে মোদি- অমিত শাহের কুশপুত্তলিকা দাহ বার্নপুরে

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক
চলমান কৃষক আন্দোলনের এক বছর হতে আর বেশি দিন বাকি নেই।সরকারের যাবতীয় বিভেদনীতি ও প্ররোচনাকে ব্যর্থ করে কৃষকরা লড়াইতে অবিচল।আন্দোলন যত দৃঢ় হয়েছে ততই নানান ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে আন্দোলনের নেতৃত্বকে।প্রথমে হরিয়ানার কারনালে,তারপর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে প্রাণঘাতী হামলা নেমে এসেছে কৃষকদের উপর।এই অবস্থায় নেতৃত্বদায়ী সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা দেশের সমস্ত গণতান্ত্রিক সংগঠন ও মুক্তচিন্তার মানুষের কাছে আহবান রেখেছিল সপ্তমীর দিনটিকে লখিমপুরের শহীদদের স্মৃতির উদ্দেশ্য মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করতে।একই সঙ্গে দশমীর দিন বা পরের দিনটিতে দেশের কৃষক তথা শ্রমজীবি মানুষের শত্রু নরেন্দ্র মোদি,অমিত শাহ ও তাদের অনুগ্রহ পুষ্ট কর্পোরেট হাউসগুলির কুশপুত্তলি দাহ করতে।আসানসোল- বার্নপুর শিল্পাঞ্চলের মানুষ আন্দোলনের শুরুর দিন থেকে সংযুক্ত মোর্চার আহবানে সাড়া দিয়ে কর্মসূচি নিয়েছে। ভারত বন্ধের দিন তারা শহরের প্রাণকেন্দ্র বি এন আর মোড়ে প্রতীকি পথ অবরোধ করে।এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে বার্নপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি।তাদের উদ্যোগকে সমর্থন করতে এগিয়ে এসেছে বিভিন্ন কৃষক ও মানবাধিকার সংগঠন। আজ সকাল এগারোটায় বার্নপুর গুরুদোয়ারা সন্নিহিত মাঠে কুশপুত্তলি দাহ করা হয়।
গুরুদোয়ারা কমিটির সম্পাদক সুরিন্দার সিং বলেন যতক্ষণ না কৃষক স্বার্থ বিরোধী তিনটি কালা কানুন প্রত্যাহার না করা হবে ততক্ষণ আন্দোলন চলবে।তিনি সরকারকে সতর্ক করে বলেন বিভেদ ঘটনার চেষ্টা সফল হবে না।গতকাল সিংঘু সীমান্তে দলিত হত্যার ঘটনার নিন্দা করে তিনি দোষীদের আদালতে বিচার ও শাস্তি দাবি করেন।আজকের অনুষ্ঠান পরিচালনা করেন গণ আন্দোলনের কর্মী কল্লোল রায়।এছাড়া উপস্থিত ছিলেন সুমন কল্যাণ মৌলিক, দিলীপ মান্না,গুরবিন্দর সিং,সোনু দয়াল,বিট্টু সিং প্রমুখ।