হাওড়া জুড়ে স্লোগান উঠছে ‘ডুমুরজলা বাঁচাও’

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক
হাওড়া শহরের স্থানীয় অনেক মানুষের প্রাত্যহিক জীবনের অংশ ‘ডুমুরজলা’। তাই অনেকে ডুমুরজলাকে হাওড়ার ফুসফুসও বলে থাকে।আজ ডুমুর জলা ধ্বংসের পথে।আর সেই জন্যই শহরের নাগরিকদের একমাত্র ফুসফুস্ ‘ডুমুরজলা’-কে বাঁচানোর দাবিতে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে গঠিত ‘সেভ ডুমুরজলা জয়েন্ট ফোরাম’। তারা ২৮ শে জানুয়ারী সকালে ডুমুরজলা বাস্কেটবল মাঠের সামনে থেকে প্রচার অভিযান শুরু করে। বিভিন্ন পথ অতিক্রম করে হাওড়া ময়দানে এই অভিযান ঐ দিনের মতো শেষ হয়। রাজনীতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই এই অভিযানে যুক্ত হন।


অভিযানে উপস্থিত বক্তারা ডুমুরজলার প্রাকৃতিক পরিবেশ, খেলাধূলার পরিবেশ ও গরিব মানুষের বাসস্থান ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং হাওড়া শহরের নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের দাবিতে বক্তব্য তুলে ধরেন। শিশুরাও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থভাবে বেঁচে থাকার দাবি জানায়। সাথে সাথে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো এবং লিফলেট বিলি করা হয়। এই অভিযানে সকল শ্রেণীর নাগরিকদের আন্তরিক সমর্থন পাওয়া যায়। রাজ্য সরকার অনুমোদিত ‘খেলনগরী’ হবে প্রকৃতি ধ্বংস করে।অপরে দিকে এই প্রকৃতিই প্রায় ১৫ লক্ষ হাওড়াবাসীর ৬০ শতাংশ অক্সিজেনের যোগান দেয়।যেখানে গোটা পৃথিবীতে জুড়ে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রকৃতি রক্ষার করার স্লোগান উঠছে।অন্য দিকে বর্তমান রাজ্যের শাসক কংক্রিটের খেলনগরী করতে চাইছে।ঠিক সেই সময় খেলনগরীর প্রকল্প বন্ধ করে প্রকৃতি বাঁচানোর জন্য হাওড়ার অলিতে-গলিতে কিছু ছেলে-মেয়ে স্লোগান তুলছে ‘ ডুমুরজলা বাঁচাও’।

