এই রক্তাক্ত সময়কে মনে রেখে তিনটি কবিতা

প্রকাশ ঘোষাল
১. আমাদের হাত-পা কাটা
এই বেশ দিব্যি আছি।
প্রতিবাদ কাব্যে দোলে
আয়নায় বসলে মাছি।
হাওয়াতে হাজার খেলা
সারাদিন নজরদারি।
ক্ষতি কি শিড়দাড়াঁতে
শামুকের বসতবাড়ি।
বেঁচে-থাক’ বিজ্ঞাপনে
মরামুখ শীর্ষ রেখা।
আগুনের ফুলকি জানে
ছাইপাঁশ নষ্ট লেখা।
২. অভ্যাসরঙে সারাদিন পালকের নিচে বসে থাকি।
ভোরবেলায় দু’একটা পলাশ ইনহেলার নিতে নিতে শুধুই ব্যর্থতার কথা বলে গেল।
আপাতত জীবনের স্ক্রিনশট নেয়া ছাড়া আমার কোন কাজ নেই
বসন্তের চিঠিগুলো আজও কোন পৃথিবী দেখেনি।
ভাবছি-
দোলদিবসে এবার পূর্ণিমাকে ঠিক স্পীডপোস্ট করে দেব ভুবন ডাঙায়।
৩. আট মাত্রার শূন্যতায়
স্বরবৃত্তের চোখে আজও তোমার হাসি ঝরে পড়ছে চৈত্র হাওয়ায়।
আজকাল কাঁকড়াদের স্কুলে কবিতার কোন গাছ নেই।
মৃত্যুর দরজায় দাঁড়িয়ে শুধু দেখছি আহাম্মক ছায়ার জীবন।
আর ভাবছি –
আমার ফসিল আজ নয় কাল ছাপা হবে ঠিক নদীর পাতায়।
প্রকাশ ঘোষাল : আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট কবি প্রকাশ ঘোষাল দীর্ঘ দিন বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা লিখছেন।প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জন্মদিনের মতো বৃষ্টি ‘,’Punctuation’.

1 Comments
প্রথমটি তো অনবদ্য!