• March 25, 2023

রক্তের কালোবাজারি গণপিটুনি খেল দুই পান্ডা

 রক্তের কালোবাজারি গণপিটুনি খেল দুই পান্ডা

মালদা- রক্তের কালোবাজারি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনি খেল দুই পান্ডা। জনতার মারে ব্ল্যাড ব্যাঙ্কের চতুর্থশ্রেণীর একঅস্থায়ী কর্মী নাম প্রকাশ্য আনে অভিযুক্তরা। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নামে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজের ব্ল্যাড ব্যাঙ্ক চত্বরে।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতরা হল মলয় কুন্ডু, দেবব্রত দত্ত ও সুজিত রায়। এদের বাড়ি মালদা শহরে। সুজিত রায় মেডিকেলের ব্ল্যাড ব্যাঙ্কের অস্থায়ী কর্মী।
বুধবার ধৃতরা এক রোগীর আত্মীয়দের সাথে রক্ত বিক্রি নিয়ে কথা বলছিল। সন্দেহ হলে ধরে ফেলেন স্থানীয় ও রোগীর আত্মীয়রা। ধৃতদের ব্যাপক গণধোলায় করে। সেই সময় এক কর্মীর নাম বলে দুই অভিযুক্ত। তিনজনকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ।


জানা গিয়েছে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয় এক ইউনিট রক্ত। করোনা পরিস্থিতে ব্ল্যাড ব্যাঙ্ক রক্ত শূণ্য। এই সুযোগে মাথা চাড়া দিচ্ছিল রক্তের কালোবাজারি। খবর পেয়ে বৃহস্পতিবার ব্ল্যাড ব্যাঙ্ক পরিদর্শনে যায় মেডিকেলের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় ও এমএসভিপি পূরণজয় সাহা। তাঁরা কথা বলেন ব্ল্যাড ব্যাঙ্কের কর্তাদের সাথে। বিয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন মেডিকেলের কর্তারা।এমএসভিপি পূরণজয় সাহা বলেন, পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে। আইন আইনের মত ব্যবস্থা নিবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা সাধারন মানুষকে সচেতন করতে ব্যবস্থা গ্রহন করব।

Leave a Reply

Your email address will not be published.

Related post