• March 22, 2023

টেট উত্তীর্ণদের উপর পুলিশ হামলার বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ সভা

 টেট উত্তীর্ণদের উপর পুলিশ হামলার বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক :করুনাময়ীতে টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের আন্দোলনে তৃণমূল সরকারের পুলিশ যে রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘৃণ্য নমুনা হাজির করেছে তার বিরুদ্ধে গোটা রাজ্য আজ প্রতিবাদমুখর।সেই প্রতিবাদে গলা মিলিয়ে আজ আসানসোল – রানীগঞ্জ শিল্পাঞ্চলের বিভিন্ন গণসংগঠন বিএনআর মোড়ে প্রতিবাদ সভা আয়োজন করে।বক্তব্য রাখেন এআইসিসিটিইউ এর প্রদীপ ব্যানার্জী,সোমনাথ চট্টোপাধ্যায়, ইফটু( সর্বহারা) কানাই বার্নওয়াল,অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের পার্থ ঘোষ,সংখ্যালঘু- আদিবাসী -দলিত মঞ্চের স্বপন দাস,আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক, স্বাতী ঘোষ, স্বদেশ চ্যাটার্জী, সুরিন্দার কুমার,সমর ভট্টাচার্য প্রমুখ।সভায় বক্তারা মমতা সরকারের স্বৈরাচারী আচরনের তীব্র নিন্দা করেন ও দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published.