• March 26, 2023

জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার

 জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:– বিগত ২ দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির ২টি গ্রামপঞ্চায়েতের অসংখ্য গ্রাম। প্রায় লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামতে হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পাশাপাশি ঘাটাল পৌরসভা ও সেচদপ্তরের উদ্যোগে বেশ কয়েকটি নৌকা নামানো হয়েছে। জলের তলায় পানীয়জলের উৎস এরফলে বিভিন্ন জায়গায় পানীয়জলের সঙ্কট দেখা দিয়েছে।


বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার জন্য প্রচুর মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। ছাদেই রান্নাবান্না করতে হচ্ছে মানুষকে। আর এরই মধ্যে খবর এসেছে অন্ততঃ তিনটি ব্যারেজ থেকে জল ছাড়তে চলেছে ডিভিসি(DVC)। ফলে আরও জল ঢুকে পরিস্থিতি ঘোরালো করতে চলেছে এই আশঙ্কায় ঘাটালবাসী। তাই যথেষ্ট আতঙ্কে রয়েছে ঘাটাল বাসী,স্থানীয় সূত্রে জানা গেছে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং হয়েই চলেছে। এরফলে ঘাটালের নিজস্ব জল ছাড়াও উচ্চ অববাহিকা বিশেষ করে বাঁকুড়া ও বিষ্ণুপুর এলাকার জল হুহু করে নামছে খাল বিল ভরিয়ে ঝুমি এবং শিলাবতী নদীতে। এই নদী দুটি নদীর জন্য কার্যত জলমগ্ন সমস্ত অঞ্চল।

Related post