সাহায্যের ফেরিওয়ালা

নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদ নদীয়ার মানুষের রক্তের যোগানের অন্যতম নাম এখন Emergency blood service, সাহায্যের ফেরিওয়ালা।
এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে পলাশীর বুকে কয়েকটি সমাজসেবি মানুষের হাত ধরে ৷এই গ্রুপের সম্পর্ক জন্য যাই বলিনা কেনো কম বলে মনে হবে কারণ এই গ্রুপের প্রত্যেকটি সদস্য ২৪*৭ ঘন্টা সাধারণ অসহায় মানুষের পাশে সাহায্যের জন্য উপস্থিত থাকে, মুমূর্ষু রুগিদের রক্তের দরকারে পরিসেবা অথবা মানুষেত খাদ্য সামগ্রী দেওয়া এমনকি বস্ত্র, ঔষধ পরিসেবা পর্যন্ত তারা দিয়ে থাকে ৷ এই লডাউনে প্রায় অনেক গুলো রক্তদান শিবির তারা করেছে ,অসহায় মানুষদের বাড়ি বাড়ি খাবার বস্ত্র পরিসেবা দিয়েছে।শুধু তাই নয় আক্রান্ত বাড়িতে খাবার , ঔষধ, অক্সিজেন পরিসেবা দিয়েছে ৷তাদের রক্তের বিষয়ে দলের নাম Emergency Blood Service (EBS) পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকে অসহায় মানুষদের রক্তের যোগান দেওয়া তাদের মুখ্য উদ্দেশ্য, তাদের স্লোগা রক্তের অভাবে কোন মানুষকে মরতে দেবেনা। তাদের EBS, OnCall Blood Service, সাহায্যের ফেরিওয়ালাদের বেশির ভাগ কাজের তদারকি হয় সোসাল সাইটের মাধ্যমে। বর্তমানে তাদের সোস্যাল সাইটে ৯ হাজার ৫০০ সদস্য আছে।যারা প্রতিনিয়ত সংশ্লিষ্ট এলাকায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।নদীয়া,মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে তারা এখন অন্যতম নাম।