স্ট্যান স্বামীকে পরিকল্পিত হত্যার বিরুদ্ধে প্রতিবাদসভা

পূর্বাঞ্চল নিউজ ডেস্ক :- স্ট্যান স্বামীকে পরিকল্পিত হত্যার বিরুদ্ধে ‘ ফ্যাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে বাংলার ‘ আহ্বানে আজ কলকাতার মৌলালিতে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হল।উদ্যোক্তারা মিছিলের আহ্বান রেখেছিলেন কিন্তু পুলিশের অনুমতি না মেলার কারণে সভা হয়।এই সভায় উপস্থিত ছিলেন ডাঃ বিনায়ক সেন,সুজাত ভদ্র, কুশল দেবনাথ,সুনিতা দাস,মহাশ্বেতা সমাজদার,আশিসকুসুম ঘোষ প্রমুখ বিশিষ্ট সমাজকর্মীরা।সভায় উপস্থিত বক্তারা এই হত্যার তীব্র নিন্দা করেন,দানবীয় ইউএপিএ আইন প্রত্যাহার ও সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি তোলেন।