বাদল সরকারের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত হলো রক্তদান শিবির

বাদল সরকারের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত হলো রক্তদান শিবির
পূর্বাঞ্চল নিউজ ডেস্কঃ আজ নাট্যকার বাদল সরকারের জন্মদিন। তৃতীয় ধারার নাটকের পথপ্রদর্শক, তিনি শিখিয়েছেন মানুষের জন্য নাটক এবং মানুষকে সঙ্গে নিয়ে নাটক। নাটক শুধু প্রেক্ষাগৃহে নয়, নাটক রাস্তায়, নাটক পথে প্রান্তরে। আর সেই ধারাকে সঙ্গে নিয়ে বহরমপুর ব্রীহি সাংস্কৃতিক সংস্থা কাজ করে চলেছে। তাই বৃহস্পতিবার বাদল সরকারের জন্মদিনে রক্তের চাহিদা কিছুটা কমাতে জনস্বাস্থ্য সুরক্ষা সংগ্রাম কমিটি এবং ব্রীহি সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো।
রক্তের চাহিদা কমেনি। কিন্তু অতিমারি করোনার কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমেছে। স্বাভাবিকভাবেই কমেছে রক্তের যোগান। ব্রীহির মহলা কক্ষে অনুষ্ঠিত রক্তদান শিবিরে রক্ত দিলেন বিভিন্ন বয়সের ৩৩ জন নারী-পুরুষ। সংখ্যায় তরুণ-তরুণীরাই ছিলেন বেশি। তারা কেউ নাট্যকর্মী, কেউ মানবাধিকার কর্মী, কেউ বা সাংস্কৃতিক কর্মী। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনপত্র এবং একটি করে চারাগাছ। উপস্থিত ছিলেন বহরমপুর শহরের বহু বিশিষ্টজন।
শুধুমাত্র নীরবে রক্ত দান নয়, সমগ্র রক্তদান পর্ব জুড়ে ব্রীহি-প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশে চলল সংগীত-আবৃত্তি-আলোচনা। বিভিন্ন আলোচকের আলোচনায় উঠে এলো মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবার করুণ চিত্র। ধ্বনিত হলো আগামী দিনে জেলা জুড়ে ঐক্যবদ্ধ স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার